ঢাকা রাত ২:২৭, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জ নগরের ১ নম্বর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাকায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। নগরের ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। আনন্দ পরিবহনের বাসটি লেবেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
করা হয়েছে।

শাহ্ জামান আরও জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় এক পাশে যানবাহন নিয়ন্ত্রণের কোনো প্রতিবন্ধক (গেট) নেই। যানবাহন ও পথচারীরা উল্টো পাশের প্রতিবন্ধক দেখে ও ট্রেন আসার শব্দ শুনে নিজ দায়িত্বে থেমে যান। গতকাল দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শ্যামপুরে

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের একটি পা উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

এ বিভাগের আরও সংবাদ