০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

মানবিক ডাক্তার হিসাবে ট্রাব সম্মাননা পাচ্ছেন ডাঃ মজিবুর রহমান

ডাঃ মজিবুর রহমান

মানবিক ডাক্তার হিসাবে ট্রাব সম্মাননা পেতে যাচ্ছেন ডাঃ মজিবুর রহমান। আগামী ২৯ ডিসেম্বর বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি র মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড,হাসান মাহমুদ।টেলিভিশন রিপোর্টারস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই মহতি এই আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কিছু গুনিজনকে বিজয়ের এই সম্মাননা প্রদান করা হবে।

এর মধ্যে বাংলাদেশের শিশু চিকিৎসার ইতিমধ্যে সাড়াজাগানো চিকিৎসক ঢাকার শিশু ও মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটের নিওনেলোজি র এসোসিয়েট প্রফেসর ও এন আই সি ইউ ইনচারজ হিসাবে দায়িত্ব পালন করছেন।

গত ১ যুগের চিকিৎসা সেবায় পেয়েছেন অনন্য সাফল্য এবং একাধিকবার আই সি এম এইচ কে দেশের ১ নম্বর চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে রাস্ট্রীয় সম্মাননা পেতে যার ভূমিকা ছিলো অপরিসীম। বিস্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সুনজরে থাকা এই চিকিৎসক তাদের প্রকাশিত ক্যালেন্ডারের পাতায় ছবি সহ ঠাই পেয়েছেন, যা দেশের ভাবমূর্তি অনেকাংশে উজ্জ্বল করেছে।একাধিকবার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের চিকিৎসা করে সুস্থ করে পরিচয় দিয়েছেন একজন মানবিক চিকিৎসকের।

টাকার অভাবে মেডিকেলে বাচ্চা ফেলে পালিয়ে যাওয়া মা, বাবার অনুপস্থিতিতে ডাঃ মজিবুর রহমান হোন সেই সকল অভাগা শিশুদের একমাত্র অভিভাবক। দেশের প্রথম সারির সকল জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের মাধ্যমে যা দেশবাসী অবগত। এমনি একজন মানবিক চিকিৎসক কে “ট্রাব” দিচ্ছে বিজয়ী সম্মাননা ২০২১।

ডাঃ মজিবুর রহমান কুমিল্লা, মেঘনার বৈদ্যনাথ পুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান, “বাংলাদেশ মাদারলেস নিউব্রোন ফাউন্ডেশনের” চেয়ারম্যান। বোর্ড অব ডিরেক্টর গ্লোবাল নিউব্রোন সোসাইটি। সাবেল কালচারাল সেক্রেটারী বিপিএ,সাবেক সিসি মেম্বার বিএমএ।

এছাড়া তিনি শুধু একজন শিশু বিশেষজ্ঞ নন তিনি নবজাতক চিকিৎসার একজন দক্ষ ট্রেইনার। যে সকল নবজাতকের জন্মের পর মা কে হারায় আবার অনেক সময় ডেলিভারির পরেও শিশু মায়ের বুকের দুধের অভাবে কস্ট পায় সেই সকল শিশুদের জন্য তিনি তার বিশেষ উদ্যোগে গড়ে তুলেছেন দেশের একমাত্র প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক যেখান থেকে প্রয়োজন মতো নবজাতক কে দুধ খাওয়ানো সম্ভব হবে, আর ব্যাংক থেকে নেওয়া দুধ বাড়িতে ৭২ ঘন্টা পযন্ত ভালো থাকবে। নবজাতদের বুকের দুধ খাওয়ানোর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

২৯ ডিসেম্বর বিকেলে ট্রাবের উক্ত অনুষ্ঠানে সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে বিশিষ্ট নাট্যকার ম, হামিদ, কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম, শাহিন সামাদ,আখি আলমগীর সহ দেশের অন্যতম গুনিজন উপস্থিত থাকবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

মানবিক ডাক্তার হিসাবে ট্রাব সম্মাননা পাচ্ছেন ডাঃ মজিবুর রহমান

প্রকাশিত : ০৫:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

মানবিক ডাক্তার হিসাবে ট্রাব সম্মাননা পেতে যাচ্ছেন ডাঃ মজিবুর রহমান। আগামী ২৯ ডিসেম্বর বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি র মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড,হাসান মাহমুদ।টেলিভিশন রিপোর্টারস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই মহতি এই আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কিছু গুনিজনকে বিজয়ের এই সম্মাননা প্রদান করা হবে।

এর মধ্যে বাংলাদেশের শিশু চিকিৎসার ইতিমধ্যে সাড়াজাগানো চিকিৎসক ঢাকার শিশু ও মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটের নিওনেলোজি র এসোসিয়েট প্রফেসর ও এন আই সি ইউ ইনচারজ হিসাবে দায়িত্ব পালন করছেন।

গত ১ যুগের চিকিৎসা সেবায় পেয়েছেন অনন্য সাফল্য এবং একাধিকবার আই সি এম এইচ কে দেশের ১ নম্বর চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে রাস্ট্রীয় সম্মাননা পেতে যার ভূমিকা ছিলো অপরিসীম। বিস্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সুনজরে থাকা এই চিকিৎসক তাদের প্রকাশিত ক্যালেন্ডারের পাতায় ছবি সহ ঠাই পেয়েছেন, যা দেশের ভাবমূর্তি অনেকাংশে উজ্জ্বল করেছে।একাধিকবার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের চিকিৎসা করে সুস্থ করে পরিচয় দিয়েছেন একজন মানবিক চিকিৎসকের।

টাকার অভাবে মেডিকেলে বাচ্চা ফেলে পালিয়ে যাওয়া মা, বাবার অনুপস্থিতিতে ডাঃ মজিবুর রহমান হোন সেই সকল অভাগা শিশুদের একমাত্র অভিভাবক। দেশের প্রথম সারির সকল জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের মাধ্যমে যা দেশবাসী অবগত। এমনি একজন মানবিক চিকিৎসক কে “ট্রাব” দিচ্ছে বিজয়ী সম্মাননা ২০২১।

ডাঃ মজিবুর রহমান কুমিল্লা, মেঘনার বৈদ্যনাথ পুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান, “বাংলাদেশ মাদারলেস নিউব্রোন ফাউন্ডেশনের” চেয়ারম্যান। বোর্ড অব ডিরেক্টর গ্লোবাল নিউব্রোন সোসাইটি। সাবেল কালচারাল সেক্রেটারী বিপিএ,সাবেক সিসি মেম্বার বিএমএ।

এছাড়া তিনি শুধু একজন শিশু বিশেষজ্ঞ নন তিনি নবজাতক চিকিৎসার একজন দক্ষ ট্রেইনার। যে সকল নবজাতকের জন্মের পর মা কে হারায় আবার অনেক সময় ডেলিভারির পরেও শিশু মায়ের বুকের দুধের অভাবে কস্ট পায় সেই সকল শিশুদের জন্য তিনি তার বিশেষ উদ্যোগে গড়ে তুলেছেন দেশের একমাত্র প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক যেখান থেকে প্রয়োজন মতো নবজাতক কে দুধ খাওয়ানো সম্ভব হবে, আর ব্যাংক থেকে নেওয়া দুধ বাড়িতে ৭২ ঘন্টা পযন্ত ভালো থাকবে। নবজাতদের বুকের দুধ খাওয়ানোর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

২৯ ডিসেম্বর বিকেলে ট্রাবের উক্ত অনুষ্ঠানে সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে বিশিষ্ট নাট্যকার ম, হামিদ, কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম, শাহিন সামাদ,আখি আলমগীর সহ দেশের অন্যতম গুনিজন উপস্থিত থাকবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ