করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। সঙ্গে তার
শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তাই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে পরিচালক মাশরুর পারভেজ। সোহেল রানা বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। মাশরুর পারভেজ জানান, আব্বু করোনামুক্ত হয়েছেন। গতকাল (৬ জানুয়ারি) রাতে তাকে হাসপাতালটির সাধারণ কেবিনে দেওয়া হয়েছে। তিনি বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























