নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন, দেশের অন্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে নির্বাচন ভালো হয়েছে। এখানে হতাহতের তেমন অভিযোগ পাওয়া যায়নি।
সোমবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই দেশের প্রত্যেকটি ভোটার তাদের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন। এ লক্ষে আমি প্রথম থেকে কাজ করছি। আমি নির্বাচন কমিশনের নিয়মের বাইরে কোনো কাজ করি না। কোথাও কোনো অভিযোগ থাকলে তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ সময় রাজশাহী অঞ্চলের নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























