বল টেম্পারিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া ডেভিড ওয়ার্নার আর অস্ট্রেলিয়ার হয়ে মাঠে না নামার ইঙ্গিত দিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান, নিষেধাজ্ঞা কাটার পর তিনি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নাও নামতে পারেন। তাঁর বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করে তিনি অস্ট্রেলিয় ক্রিকেটভক্তদের কাছে ক্ষমা চান। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বাঁহাতি ওপেনার।বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
ক্রিক ইনফোর এক প্রতিবদেনে বলা হয়, সংবাদ সম্মেলনে ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি না, এমন কোনো প্রশ্ন করা হয়নি। তবে তিনি আবার ক্রিকেট খেলবেন কি না, এই প্রশ্ন করলে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানো নিয়েই তাঁর সব ভাবনা বলে ওয়ার্নার জানান।
সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘অনেক প্রশ্নেরই জবাব দিতে পারিনি। আমি পরিস্থিতি বুঝতে পারছি। সময় মতো সব প্রশ্নের জবাব দিতে সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এসবের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।’
সংবাদ সম্মেলনে সব প্রশ্নের জবাব না দেওয়া প্রসঙ্গে টুইট বার্তায় ওয়ার্নার বলেন, ‘এখানে সব কিছু পরিষ্কার করে বলতে না পারায় আমি দুঃখিত। পরিবার এবং ক্রিকেটের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি, সব কিছুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যেটা আমাকে অনুসরণ করতে হবে।’

























