০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আগামী নির্বাচন ১৯৭০ সালের মতো গুরুত্বপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ১৯৭০ সালের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিকেলে ধানমন্ডির একটি হোটেলে মুক্তিযোদ্ধাদের সংবার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঢাকা ১০ আসনের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এই আনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ‘১৯৭০ সালের মতো গুরুত্বপূর্ণ এ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনে প্রমাণ হবে ’৭১-এর ঘাতকদের হাতে দেশ থাকবে নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে।’

স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রোজাউর রহমান, সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

আগামী নির্বাচন ১৯৭০ সালের মতো গুরুত্বপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ১৯৭০ সালের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিকেলে ধানমন্ডির একটি হোটেলে মুক্তিযোদ্ধাদের সংবার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঢাকা ১০ আসনের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এই আনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ‘১৯৭০ সালের মতো গুরুত্বপূর্ণ এ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনে প্রমাণ হবে ’৭১-এর ঘাতকদের হাতে দেশ থাকবে নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে।’

স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রোজাউর রহমান, সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।