০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রার্থিতা বাতিল, বিজয়ী ঘোষণা নিয়ে যা বললেন জায়েদ খান

জায়েদ খান

আজ শনিবার সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান। এমন ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন চিত্রনায়িকা নিপুণ। অন্যদিকে এমন সিদ্ধান্তের বিপরীতে জায়েদ খান বলেন, এটা খুবই হাস্যকর। কারণ অবৈধ কোনো বোর্ড এমন সিদ্ধান্ত নিতে পারে না।এখন আপনার পদক্ষেপ কি হবে? উত্তরে জায়েদ বলেন, অবশ্যই বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবো। এর বাইরেও আমি সোহানুর রহমান সোহান ও হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ।

টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। এজন্য শনিবার বিকালে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

উল্লেখ্য, এর আগে দুই মেয়াদে চার বছর ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

প্রার্থিতা বাতিল, বিজয়ী ঘোষণা নিয়ে যা বললেন জায়েদ খান

প্রকাশিত : ০৮:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

আজ শনিবার সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান। এমন ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন চিত্রনায়িকা নিপুণ। অন্যদিকে এমন সিদ্ধান্তের বিপরীতে জায়েদ খান বলেন, এটা খুবই হাস্যকর। কারণ অবৈধ কোনো বোর্ড এমন সিদ্ধান্ত নিতে পারে না।এখন আপনার পদক্ষেপ কি হবে? উত্তরে জায়েদ বলেন, অবশ্যই বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবো। এর বাইরেও আমি সোহানুর রহমান সোহান ও হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ।

টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। এজন্য শনিবার বিকালে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

উল্লেখ্য, এর আগে দুই মেয়াদে চার বছর ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ