০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে রাবার বুলেট টিয়ার শেল

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ বিএনপির বেশ কজন নেতাকর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জিঞ্জিরা বাস রোড এলাকায় বিএনপির কেরানীগঞ্জ থানা সভাপতি নিপুণ রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতাকর্মী বাস রোডে অবস্থান নেয়। নেতাকর্মীরা নিপুণ রায় এর ওপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ হ্যান্ডমাইকে তাদের সেখান থেকে উঠাতে বলে।

বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে না সরে বিক্ষুব্ধ হলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে নেতাকর্মীরা দৌড়ে অলি-গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
ঘটনা প্রসঙ্গে কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় জানান, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নরুর অসুস্থ মাকে দেখতে তার বাড়িতে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জিঞ্জিরাস্থ বিএনপি পার্টি অফিসে সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, কোনোপ্রকার পূর্বঘোষণা ছাড়াই বিএনপির নেতাকর্মীরা জিঞ্জিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে ওঠাতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে তাদের সরিয়ে রাস্তা উন্মুক্ত করে দেয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে রাবার বুলেট টিয়ার শেল

প্রকাশিত : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ বিএনপির বেশ কজন নেতাকর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জিঞ্জিরা বাস রোড এলাকায় বিএনপির কেরানীগঞ্জ থানা সভাপতি নিপুণ রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতাকর্মী বাস রোডে অবস্থান নেয়। নেতাকর্মীরা নিপুণ রায় এর ওপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ হ্যান্ডমাইকে তাদের সেখান থেকে উঠাতে বলে।

বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে না সরে বিক্ষুব্ধ হলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে নেতাকর্মীরা দৌড়ে অলি-গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
ঘটনা প্রসঙ্গে কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় জানান, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নরুর অসুস্থ মাকে দেখতে তার বাড়িতে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জিঞ্জিরাস্থ বিএনপি পার্টি অফিসে সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, কোনোপ্রকার পূর্বঘোষণা ছাড়াই বিএনপির নেতাকর্মীরা জিঞ্জিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে ওঠাতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে তাদের সরিয়ে রাস্তা উন্মুক্ত করে দেয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ