রাজধানীর হাতিরপুলে মিলাদ ও দোয়ার মাধ্যমে শহিদ সেলিম-দেলোয়ার দিবস পালন করা হয়েছে। সোমবার বিকেলে হাতিরপুল ফিকামলি সেন্টার-প্লাটিনাম জিম প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদের সভাপতি ড. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুল আলম হানিফ।
বিশেষ অতিথি ছিলেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সাধারন সম্পাদক ড.মমতাজ উদ্দীন আহমেদ মেহেদি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সেলিম-দেলোয়ার পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























