নারী উদ্যোক্তাদের পন্য নিয়ে অনুষ্ঠিত হল জমজমাট মেলা। অনলাইন ভিত্তিক প্লাটফর্ম “নারী উদ্যোক্তা সংগঠন’র আয়োজনে ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে ধানমন্ডি লেকে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় ৩০টি স্টল বসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোস্তাক হোসেন এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনিন নাহার, নারগিস সুলতানা, হোসনেআরা খান নওরিন এছাড়াও উপস্তিত ছিলেন সংগঠনের সভাপতি রোয়েনা রহমান। অতিথিদের ক্রেস্ট নিয়ে সম্মাননা জানান সংগঠনের সভাপতি রোয়েনা রহমান ।
মেলায় অতিথিরা নারীদের ব্যবসা করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তার থেকে উত্তরণের জন্য আলোচনা করেন এবং ব্যাংক লোন সহযিকরণ সহ কয়েকটি দাবি উপস্থাপন করা হয়। অতিথিরা সংগঠনের এমন মহতি উদ্যোগের জন্য সংগঠনের সভাপতি রোয়েনা রহমানকে ধন্যবাদ জানান ও নানা সহযোগিতার আশ্বাস দেন।
নারী উদ্যোক্তা সংগঠন’র সভাপতি রোয়েনা রহমান বলেন, নারীদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মেলার আয়োজন। সবাইকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সামনে আরো বড় আয়োজন করার ইচ্ছে আছে।
মেলার স্টলে গিয়ে দেখা গেছে, নারী উদ্যোক্তাদের মুখে হাসি। বিক্রির পাশাপাশি তারা এই মেলায় এসে নানা অভিজ্ঞতাও হয়েছে বলেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























