বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ ও তার সহধর্মিনী বিদিশা এরশাদ একমাত্র ছেলে এরিক এরশাদ এর ২১ তম জম্মদিনে অদ্য ১১ মার্চ ২০২২ ইং শুক্রবার বারিধারার এরশাদ প্রেসিডেন্ট পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।এরিকের জম্মদিনে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের অনেক শীর্ষ নেতাকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সন্তান এরিক এরশাদ তার মা বিদিশার নেতৃত্বাধীন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’য় প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেছেন। শুক্রবার (১১ মার্চ) তার জন্মদিন উপলক্ষে বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জাপায় যোগ দেন।
শনিবার (১২ মার্চ) প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সাংবাদিকগণ এ তথ্য জানান। জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা বলেন, ‘গতকাল শুক্রবার এরিক ২১ বছরে পা দিয়েছে। তার জন্মদিনের অনুষ্ঠানে জাপার অনেকেই উপস্থিত ছিলেন। এসময় অন্তত অর্ধশত চিকিৎসক-প্রকৌশলীসহ অনেকেই দলে যোগ দিয়েছেন।’ বিদিশা জানান, এরিককে প্রাথমিক সদস্য করতে দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া প্রস্তাব করেন। পরে দলের অন্যান্য নেতারা এ প্রস্তাবে সায় দিলে এরিক যোগদান করেন। এরিক এরশাদ জাপায় যোগ দিয়ে তার মায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি। এরিক এরশাদ আগামী দিনের জাতীয় পার্টির আশা আকাঙ্ক্ষাকার প্রতীক,ভবিষ্যতে সে তার বাবার পথে হাঁটবেন বাবার আর্দশে আর্দশিত হবেন,দেশবাসী সকলের কাছে এরিক এর জন্য দোয়া চেয়েছেন তার মা বিদিশা এরশাদ।
























