শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের টাঙ্গাইলে ১২ টি ক্যাটাগরিতে পাঁচ বছরের মনোনীত ২৫ গুণীজনকে জেলা শিল্পকলা সম্মাননা দেয়া হবে। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনের গত বছরে মনোনীত গুণীজনদের সংবর্ধনা দেয়া হবে। শনিবার (১২ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির কালচালার অফিসার প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।
২০১৭ সালের মনোননীতরা হচ্ছেন, আবৃত্তিতে বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, সৃজনশীল সংগঠনক বীরমুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু, নাট্যকলা বীর মুক্তিযোদ্ধা এ এম এনায়েত করিম, কণ্ঠসঙ্গীত, আবু বকর সিদ্দিক, চারুকলা রনজিৎ দাস, ২০১৮ সালের মনোননীতরা হচ্ছেন, নাট্যকলা দুলাল আনোহলী, কণ্ঠসঙ্গীত মো. সামছুজ্জামান দারু, চারুকলা জাহিদ মুস্তফা, যাত্রা শিল্প মো. নুরুল ইসলাম (নুরু), নৃত্যকলা সুরাইয়া আক্তার পপি, ২০১৯ সালের মনোননীতরা হচ্ছেন, সৃজনশীল সংগঠক এসএম সিরাজুল হক আলমগীর, নাট্যকলা নিতাই লাল গৌড়, আবৃত্তি দেবাশীষ কুমার দেব, কণ্ঠসঙ্গীত ফিরোজ আহমেদ বাচ্চু, ফটোগ্রাফি ইকবাল হোসেন, ২০২০ সালের মনোননীতরা হচ্ছেন, লোক সংস্কৃতি রায়েজ উদ্দিন, চলচ্চিত্র সারোয়ার তমিজউদ্দিন, কণ্ঠসঙ্গীত আলপনা রায়, সৃজনশীল সংস্কৃতি গবেষক মো. ইউসুফ আলী মিয়া (তরুণ ইউসুফ), নাট্যকলা শাহ মো. ইছরাইল, ২০২১ সালের মনোননীতরা হচ্ছেন, কণ্ঠসঙ্গীত মো. কুদরত মাহমুদ, নাট্যকলা রতন কুমার দত্ত, চারুকলা খ. হুমায়ুন কবির, যন্ত্র সংগীত ছানোয়ার হোসেন ও যাত্রা শিল্প মিনা ইসলাম।
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক মৌসুমী ইউসুফ, নাট্য অভিনেতা পল্টন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























