অনুষ্ঠিত হল বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘যুব জাগরণ সংঘ’র ঢাকায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। শুক্রবার, ৮ এপ্রিল রাজধানীরি ইব্রাহীমপুরে সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ‘যুব জাগরন সংঘ’। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সালাম সেন্টু, এনায়েত শিকদার, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আবু তাহের রতন, বিশিষ্ট সাংবাদিক মোঃ বাবুল হৃদয়, সংগঠনের প্রেসিডেন্ট মুন্সি অহিদুর রহমান (জুয়েল), সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ মজিবুর রহমান, মাহফুজ আলম, মোতাহার হোসেনসহ ‘যুব জাগরণ সংঘ’র ঢাকায় কর্মরত নতুন ও পুরনো সদস্যবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল শেষে মজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আলোচনা সভায় বক্তৃতা কালে সংগঠনের প্রেসিডেন্ট মুন্সি অহিদুর রহমান (জুয়েল) বলেন, ‘প্রতি বছরের ন্যয় আমাদের এই ইফতার আয়োজন, কর্মব্যস্ততার কারণে অনেকে আজ উপস্থিত নেই। আমরা সাদ্যমত সবাইকে জানিয়েছি। তিনি আক্ষেপ করে বলেন, ‘কে আসলো কে আসলো না এটা ভাবার বিষয় নয়। সংগঠন সংগঠনের গতিতে চলবে। উপস্থিত সদস্যদের নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। নতুন পুরনোদের মিলিয়ে সংগঠন এগিয়ে চলবে। আর এই ঈদে সংগঠনের পক্ষ থেকে গরীব- অসহায়দের অর্থ সহয়তা দেওয়া হবে। আমি সকলের সহযোগতা কামনা করছি।
সবায় সংগঠনের সিনিয়র সদস্য ও আ.লীগ নেতা এনায়েত শিকদার বলেন, ‘নতুন এই কমিটি যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা প্রশংসার দাবীদার। বিভিন্ন জাতী্য় ইস্যুতে যেমন সজাগ থেকেছে তেমনি করোনাকালীন সময়ে দুস্ত- অসহায়দের নানান সহযোগিতা করেছে যা চোখে পড়ার মতো। সংগঠন থাকেই সামাজিক- সাংস্কৃতিক সেবার জন্য যা এই কমিটি করছে। আমি এই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।’
শুভেচ্ছা বক্তৃতায় সাংবাদিক মোঃ বাবুল হৃদয় বলেন, ‘আমি গণমাধ্যমের মানুষ, আমি দেখেছি অনেক পুরনো সংগঠন আছে যাদের কোনো সাংগঠনিক তৎপরতা তেমন নেই অথচ আওয়াজে আছে। রাষ্ট্রীয় নানা সুবিধে তারা ভোগ করছে। আর ‘যুব জাগরন সংঘ’ এমন একটি সংগঠন যারা প্রচুর সামাজিক ও সাংস্কৃতিক কাজ করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের কর্মতৎপরতার জন্য। ‘যুব জাগরণ সংঘ’র যে কোনো মহতি উদ্যেগে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করবো।
প্রায় তিন দশক পাড় করছে ঐতিহ্যবাহী ‘যুব জাগরন সংঘ’। ২০০শ সদস্য রয়েছে। নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে তুমুল আলোচিত এই সংগঠনটি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























