রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের ১০ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের এডিসি গোলাম সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- তারিক, সোহান, শিশির, নাদিম, আরিফ, জহির, সুমন, সোহেল, অসিম ও মিঠুন।
এডিসি গোলাম সাকলাইন জানান, আটকরা সবাই বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত।
তিনি আরো জানান, আটকের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত বছর পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস হওয়ার পর এবার এসএসসি পরীক্ষায়ও প্রায় প্রতিটি বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছিল।
এরপর এই মাসে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর পুলিশের তৎপরতা বেড়েছে এবং এখনো পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি।


























