বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসের সাথে দ্বি-মত পোষণ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবির লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ থেকে ৭ দশমিক ৫ শতাংশ হবে। বিশ্বব্যাংকসহ তিনটি সংস্থাই প্রতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমিয়ে বললেও পরে সরকারিটা মেনে নেয়।
ফারমার্স ব্যাংককে তহবিল যোগানের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকটির পতন ঠেকাতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
পূঁজি-বাজার বর্তমান স্থিতিশীল অবস্থায় আছে উল্লেখ করে বলেন, আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে পরিবর্তন আনা হবে।
এর আগে অর্থমন্ত্রীর হাতে ২০১৬-১৭ অর্থ বছরের লভ্যাংশের ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টোকার চেক তুলে দেন আইসিবির চেয়ারম্যান।


























