গতকাল খুলনার একটি অভিজাত হোটেলে ‘পালক খসে পড়ার সময় এখন’ ও ‘মোমবাতি মন’
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান, বই দুটির লেখক মুহম্মদ আসাদুল্লাহ মহান।
পরে আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন সাংবাদিক শুভ্র শচীন।
লেখক মুহম্মদ আসাদুল্লাহ মহান বলেন,
তার জন্মস্থান নতুন বিলশিমলা, রাজশাহী।
পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে লেখালেখি শুরু হলেও তা চলমান থাকেনি। পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে হোঁচট খেতে হয়েছে বারবার। ইতোমধ্যেই আরো বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার।
এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক, সাহিত্য সংকলন এবং সাহিত্য ম্যাগাজিনে মুদ্রিত হয়েছে তার অসংখ্য কবিতা, গল্প ও ছড়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ শান্ত ইসলাম, আঃ রাজ্জাক, শিক্ষক দেবজ্যোতি মৃধা, শর্মিলা সরকার, নিপুমালা দেবলীনা, নীলাদ্রি শীর্ষ প্রমুখ্য।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
খুলনায় ‘পালক খসে পড়ার সময় এখন’ ও ‘মোমবাতি মন’ বইয়ের মোড়ক উন্মোচন
-
খুলনা, প্রতিনিধি - প্রকাশিত : ০৮:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- 96
ট্যাগ :
জনপ্রিয়


























