র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩ এর আওতাধীন সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ,শান্তি ও জনশৃংখলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে র্যাব-৩ ।
আরাম ও স্বস্তিদায়ক যাত্রার অন্যতম যোগাযোগব্যবস্থা হলো ট্রেন। দেশের অধিকাংশ মানুষই ট্রেনে ভ্রমণ করে থাকে। অনেকেই আবার বাসে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না, তাদের জন্য একমাত্র অবলম্বন হলো ট্রেন। তবে স্বস্তির পরিবহনে অস্বস্তির বিষয় হলো, ট্রেনে সবকিছু ঠিকঠাক থাকলেও সমস্যায় পড়তে হয় টিকিট নিয়ে।
বর্তমানে অনলাইনে টিকিট সেবা চালু থাকলেও দেশের প্রান্তিক মানুষের প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় ই-টিকিট সেবা গ্রহণ করতে পারছে না।
তার ওপর আবার অনলাইন সার্ভার ডাউন, অনেক চেষ্টার পরও টিকিট কিনতে ব্যর্থ হতে হয়। ফলে সরাসরি টিকিট গ্রহণ করতে হচ্ছে। কিন্তু সরাসরি টিকিট গ্রহণে দেখা যায়, কিছু কুচক্রী ব্যবসায়ী সেখানে কালোবাজারি করছে, ন্যায্যমূল্যের চেয়ে অত্যধিক দামে টিকিট বিক্রি করছে তারা। নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছানোর তাগিদে অনেকে অধিক দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছে। বিশেষ করে ঈদে বা কোনো উৎসবে এই ঘটনা বেশি ঘটে থাকে৷
এভাবে আর কত দিন চলবে ট্রেনের টিকিট নিয়ে এমন বিড়ম্বনা? এই প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া কঠিন। টিকিট নিয়ে বিড়ম্বনার শেষ নেই। সব সময়ই এমন ঘটনা না ঘটলেও ঈদের সময় এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে থাকে। সাধারণ যাত্রীরা এসব হয়রানি থেকে মুক্তি চায়। কোনো কোনো সময় যাত্রীরা বাধ্য হয়ে দ্বিগুণ টাকা দিয়ে টিকিট ক্রয় করেন। কিন্তু সবার পক্ষে কালোবাজারি থেকে এমন টিকিট কেনা সম্ভব হয় না।
সাম্প্রপিক সময়ে র্যাব-৩ অভিযোগ পায় যে ঈদ কে সামনে রেখে দৌড়ত্ব বাড়ছে কমলাপুর রেলস্টেশন কালোবাজারী করে ট্রেন টিকেট বিক্রয়ের প্রতারক চক্রদের।
তারাই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই ২২ ইং সোমবার র্যাব-৩ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় র্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচজনকে আটক করেছে ।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিট ফটোকপি করে চড়াদামে (১২ থেকে ১৩ হাজার টাকায়) বিক্রি করছিলেন প্রতারক চক্রটি।উক্ত প্রতারক চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে আটক করার পর কমলাপুর রেলওয়ের টিকিট নির্বিঘ্নে পাচ্ছে সর্বসাধারণ যাহা র্যাব-৩ এর একটি উল্লেখযোগ্য অর্জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























