নানা কাজের ব্যস্ততায় শরীর থেকে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায়। এতে শরীর অনকটাই নিস্তেজ হয়ে পরে। ডাবে আছে কার্বোহাইড্রেড যা শক্তি বাড়ায়। এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে।
ডাবের পানি অত্যন্ত উপকারী কৃত্রিমতাহীন ও পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন একটি প্রাকৃতিক পানীয়। প্রচুর মিনারেল থাকায় এই পানি পান করলে মুহূর্তেই চাঙ্গা হয় শরীর। এর রয়েছে অনেক পুষ্টি ও স্বাস্থ্য উপকারতা।
কৃত্রিম কোমল পানীয়ের তুলনায় এ যেন এক জাদুর পানি
ডাবের পানি মানুষের প্রতি স্রষ্টার দেওয়া এক দারুণ উপহার