রাজধানীর কদমতলী এলাকায় দুবৃর্ত্তের ছোড়া এসিডে জোহুরা বেগম (২৩) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কদমতলীর বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এক সন্তানকে নিয়ে জোহুরা ও তার স্বামী মো. রিপন মিয়া বৌবাজার এলাকায় আবদুল কাদের মিয়ার টিনসেট বাড়িতে ভাড়া থাকেন। গত রাতে জোহুরা বাথরুম থেকে বের হবার সময় হঠাৎ এসিড এসে তার হাতে ও পায়ে লেগে ঝলসে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জোহুরাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার হাত ও পা এসিডে ঝলসে গেছে।


























