নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শিকারপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রথীন্দ্রনাথ মন্ডল রথিন (৩৪) ও তার ছেলে রাধা কান্ত মন্ডল (৬) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহত রথীন্দ্রনাথ মন্ডল রথিন জেলার মান্দা উপজেলার সতিহাটের ঢেপড়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে। আহতরা হলেন- রথিনের স্ত্রী পুজা রাণী (৩০), অপর মোটরসাইকেল আরোহী ফাইম হোসেন (১৯) ও রিয়া খাতুন (১৭)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রথিন তার শ্বশুর বাড়ি উপজেলার শিকারপুর থেকে স্ত্রী ও সন্তানসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর মোটর সাইকেলটি এসে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটানাস্থলেই রথিনের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় তার স্ত্রী, সন্তানসহ অপর মোটরসাইকেল আরোহীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাধা কান্ত কে মৃত ঘোষণা করেন। নিহত রথিনের স্ত্রী পুজা রানীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অপর মোটরসাইকেল আরোহী আহত ফাইম হোসেন ও রিয়া খাতুনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উল্লেখ্য, এর ৭ ঘন্টা আগে ওইদিন দুপুরে একই সড়কের ভীমপুর ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় একটি প্রাইভেট কার সড়কের পাশের খাদের পানিতে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়। ৭ ঘন্টার ব্যবধানে একই সড়কের সামান্য দূরে দুুটি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#
বিজনেস বাংলাদেশ/হাবিব






















