সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকা থেকে ৮‘শ গ্রাম গাজাসহ মোঃ কামাল গাজী (২৪) ও তার স্ত্রী মোছাঃ আরিফা বেগম (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ্য বিসিজি স্টেশন কৈখালী।
বুধবার (১৭ আগস্ট) বিকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সংলগ্ন পার্শেখালী এলাকায় অভিযান চালিয়ে কামাল ও তার স্ত্রীকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কামাল ও তার স্ত্রীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক কামাল ওই এলাকার চন্ডিপুর গ্রামের আব্দুল মমিন গাজী ছেলে ও আরিফা বেগম তার স্ত্রী।
কোস্টগার্ড কৈখালী স্টেশন কমান্ডার লে. জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৮’শ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। আমরা জানতে পেরেছি তারা দীর্ঘদিন ওই এলাকায় গাজার ব্যবসা করে আসছিলেন। মামলা দায়ের পূর্বক তাদের শ্যামনগর থানায় করা হস্তান্তর হয়েছে।
বিজনেস বাংলাদেশ/হাবিব



















