১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

আমি অনেক বিপজ্জনক: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার সরকার পতনের কয়েক মাস পরেও খবরের শিরোনামে রয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) তিনি আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন যা সবার মনোযোগ আকর্ষণ করেছে। এর আগে গত সপ্তাহে একজন নারী বিচারকের বিরুদ্ধে মন্তব্য করায় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানকে সন্ত্রাসবাদ মামলায় অভিযুক্ত করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

ইমরান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই বিপজ্জনক’। পাক-ভিত্তিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসলামাবাদের একটি আদালত থেকে এক সপ্তাহের আগাম জামিন দেওয়ার একদিন পর তিনি একথা বলেন। এক সপ্তাহের মধ্যে এই দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন।

ইমরান খান অভিযোগ করেছেন, পাকিস্তান সরকার দেশের সবচেয়ে বড় দলের প্রধানকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, পাকিস্তানকে সারা বিশ্বে উপহাস করা হচ্ছে। দেশটি আইনগত অনাচারের সম্মুখীন হচ্ছে।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, এই দেশে কোনো আইন নেই। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে। সরকারের বিরুদ্ধে তাকে ‘টেকনিক্যাল নকআউট’ করার চেষ্টার অভিযোগ করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/হাবিব

 

আমি অনেক বিপজ্জনক: ইমরান খান

প্রকাশিত : ০৪:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার সরকার পতনের কয়েক মাস পরেও খবরের শিরোনামে রয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) তিনি আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন যা সবার মনোযোগ আকর্ষণ করেছে। এর আগে গত সপ্তাহে একজন নারী বিচারকের বিরুদ্ধে মন্তব্য করায় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানকে সন্ত্রাসবাদ মামলায় অভিযুক্ত করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

ইমরান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই বিপজ্জনক’। পাক-ভিত্তিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসলামাবাদের একটি আদালত থেকে এক সপ্তাহের আগাম জামিন দেওয়ার একদিন পর তিনি একথা বলেন। এক সপ্তাহের মধ্যে এই দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন।

ইমরান খান অভিযোগ করেছেন, পাকিস্তান সরকার দেশের সবচেয়ে বড় দলের প্রধানকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, পাকিস্তানকে সারা বিশ্বে উপহাস করা হচ্ছে। দেশটি আইনগত অনাচারের সম্মুখীন হচ্ছে।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, এই দেশে কোনো আইন নেই। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে। সরকারের বিরুদ্ধে তাকে ‘টেকনিক্যাল নকআউট’ করার চেষ্টার অভিযোগ করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/হাবিব