আরও একটি স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের। উদ্বোধনের অপেক্ষায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল কাঙ্ক্ষিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতু। আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নামকরণ করা হয়েছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’।
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সেতুটি চালু হলে খুলে যাবে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে খুলনা হয়ে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বরিশাল, কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগব্যবস্থার স্বপ্নের দুয়ার। এর ফলে গতি আসবে এই অঞ্চলের অর্থনীতিতে। প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশালের পণ্য সরাসরি সড়কযোগে পৌঁছে যাবে সীমান্ত পেরিয়ে ভারতে। সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বরিশাল বিভাগ পা ফেলবে নতুন এক দিগন্তে।
স্বপ্নের এই বেকুটিয়া সেতু এক করে দিতে চলেছে দক্ষিণাঞ্চলের দুই বিভাগকে। সেতুটি চালু হলে সরাসরি সড়কপথে সংযুক্ত করবে কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা ও মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দরকে।
যার ফলে যাতায়াতে সময় কমে আসবে অনেক। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও যাতায়াতের সুযোগ তৈরি করে দিচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু।
বিজনেস বাংলাদেশ/হাবিব