০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

মালয়েশিয়া মাতাবে অনন্ত-বর্ষার ‘দিন- দ্য ডে’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • 117

দেশ মাতিয়ে এবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া মাতাবে অনন্ত জলিল ও বর্ষা জুটির ‘দিন- দ্য ডে’। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সেখানকার ১৫টি প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমাটি। এ উপলক্ষে সোমবার দিনগত রাত ২টার একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উড়ে যাচ্ছেন অনন্ত-বর্ষা।

সোমবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ খবর অনন্ত জলিলই জানিয়েছেন। স্ত্রী বর্ষার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আপনারা সবাই জানেন আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ‘দিন- দ্য ডে’ সিনেমা রিলিজ হতে যাচ্ছে। এ উপলক্ষে ইনশাআল্লাহ আমি ও বর্ষা আজ বাংলাদেশ সময় রাত ২টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। এ জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি, যাতে আমরা সহিসালামতে মালয়েশিয়ায় পৌঁছাতে পারি।’

অনন্ত আরও লিখেছেন, ‘আগামী ১৪ সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদেরকে নিয়ে একটি প্রেস কনফারেন্স, ১৬ সেপ্টেম্বর কেএলসিসি কুয়ালালামপুরে এবং ১৮ সেপ্টেম্বর এমএম সিনেপ্লেক্স সিটি স্কয়ার জোহর বাহরুতে ‘দিন: দ্য ডে’ সিনেমাটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছে।’

এর কিছু সময় পর সোমবার দুপুরে দেওয়া আরেকটি পোস্টে অনন্ত জলিল জানিয়েছেন, প্রথম সপ্তাহে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ১১টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দিন- দ্য ডে’। কিন্তু মালয়েশিয়া প্রবাসীদের আগ্রহ-উদ্দীপনা এবং অগ্রিম টিকিট বিক্রির অবস্থা দেখে কর্তৃপক্ষ প্রথম সপ্তাহে আরও চারটি হল বাড়িয়ে মোট ১৫টি হলে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে।

মালয়েশিয়া প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে অনন্ত জলিল লিখেছেন, ‘আপনাদের এই আগ্রহ-উদ্দীপনা এবং ভালোবাসা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।’

‘দিন- দ্য ডে’ বাংলাদেশে মুক্তি পায় গত ১০ জুলাই। এখনো সেটি চলছে বিভিন্ন হলে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এ সিনেমা পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত-বষা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর এবং ইরান, তুরস্ক ও আফগানিস্তানের শিল্পীরা। শুটিংও হয়েছে এসব দেশে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

মালয়েশিয়া মাতাবে অনন্ত-বর্ষার ‘দিন- দ্য ডে’

প্রকাশিত : ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

দেশ মাতিয়ে এবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া মাতাবে অনন্ত জলিল ও বর্ষা জুটির ‘দিন- দ্য ডে’। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সেখানকার ১৫টি প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমাটি। এ উপলক্ষে সোমবার দিনগত রাত ২টার একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উড়ে যাচ্ছেন অনন্ত-বর্ষা।

সোমবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ খবর অনন্ত জলিলই জানিয়েছেন। স্ত্রী বর্ষার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আপনারা সবাই জানেন আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ‘দিন- দ্য ডে’ সিনেমা রিলিজ হতে যাচ্ছে। এ উপলক্ষে ইনশাআল্লাহ আমি ও বর্ষা আজ বাংলাদেশ সময় রাত ২টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। এ জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি, যাতে আমরা সহিসালামতে মালয়েশিয়ায় পৌঁছাতে পারি।’

অনন্ত আরও লিখেছেন, ‘আগামী ১৪ সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদেরকে নিয়ে একটি প্রেস কনফারেন্স, ১৬ সেপ্টেম্বর কেএলসিসি কুয়ালালামপুরে এবং ১৮ সেপ্টেম্বর এমএম সিনেপ্লেক্স সিটি স্কয়ার জোহর বাহরুতে ‘দিন: দ্য ডে’ সিনেমাটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছে।’

এর কিছু সময় পর সোমবার দুপুরে দেওয়া আরেকটি পোস্টে অনন্ত জলিল জানিয়েছেন, প্রথম সপ্তাহে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ১১টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দিন- দ্য ডে’। কিন্তু মালয়েশিয়া প্রবাসীদের আগ্রহ-উদ্দীপনা এবং অগ্রিম টিকিট বিক্রির অবস্থা দেখে কর্তৃপক্ষ প্রথম সপ্তাহে আরও চারটি হল বাড়িয়ে মোট ১৫টি হলে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে।

মালয়েশিয়া প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে অনন্ত জলিল লিখেছেন, ‘আপনাদের এই আগ্রহ-উদ্দীপনা এবং ভালোবাসা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।’

‘দিন- দ্য ডে’ বাংলাদেশে মুক্তি পায় গত ১০ জুলাই। এখনো সেটি চলছে বিভিন্ন হলে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এ সিনেমা পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত-বষা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর এবং ইরান, তুরস্ক ও আফগানিস্তানের শিল্পীরা। শুটিংও হয়েছে এসব দেশে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ