ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ধরন্তি হাওরে ও সরাইল থানা পুকুরের উন্মুক্ত জলাশয়ে ২০২২-২৩ অর্থবছরে রাজস্বখাতের আওতায় ৩০০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
বুধবার (১৪-সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সরাইল থানা পুকুরে আনুষ্ঠানিক ভাবে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংরক্ষিত নারী আসেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে উপজেলা মৎস্য দফতরের তত্ত্বাবধানে দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা নিয়োগের পর ৩০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদআসলাম হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শেহাবুর রহমান, সরাইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা মৎস্যবাদী ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম, অফিস সহকারী জসিম উদ্দিন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ