আনন্দ মুখর পরিবেশে দিনাজপুর শহর আওয়ামী লীগের ১১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কেরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর শহরে পৌর এলাকার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ। সম্মেলনের প্রথম অধিবেশনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌর চন্দ্র শীল এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মো. সানোয়ার হোসেন সরকার। এছাড়াও অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ইয়াজদান মার্শাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বকুল, অনুপ কুমার দে, জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, আশরাফ আলী শাহ, এনাম উল্লাহ জ্যামী প্রমুখ। এ সময় প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ ওয়ার্ড, মহল্লা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























