ম্যাচের ৪১তম মিনিটে সাবিনার পাসে গোলটি করেন কৃষ্ণা। কৃষ্ণা রাণী সরকারের গোলে নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
আজ সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয় স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় মাঠে নামে দুদল।
খেলার ১৩তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় বাংলাদেশ। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়র স্বপ্নার বদলি হিসেবে মাঠে নামেন। আর মাঠে নেমেই তিন মিনিটের মাথায় গোল করেন তিনি। ডান দিক থেকে মণিকা চাকমার ক্রস পেয়ে ডি বক্সে থাকা শামসুন্নাহার পায়ের আলতো শটে নেপালের জালে বল জড়ান।
এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপ, পাকিস্তান ও ভারতকে হারায় বাংলাদেশ। পরে সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























