০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে যাবে তা আগেই জানা গিয়েছিলো। তবে কবে পিএসএল শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই ধোঁয়াশাও পরিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের ১১তম আসর। নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশোতে বক্তব্য দিতে গিয়ে, পিএসএলের দিনক্ষণের কথা জানিয়েছেন তিনি। পিএসএলের পর্দা নামবে আগামী ৩ মে।

নাকভি বলেন, ‘খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করলে তাদের মনোবল বাড়ে। ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পিসিবি ও পিএসএল আয়োজকেরা একসঙ্গে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভা বিপুল। পিএসএলে বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে লাভবানও হচ্ছেন।’

এই সময় নাকভির সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘পিএসএলের সাফল্য একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে উঠে আসার সুযোগ করে দেয়।’

২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করা পিএসএল। ২০১৮ সালে একটি দল বাড়িয়ে ছয় দলে উন্নীত হয় টুর্নামেন্টটি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম আসর থেকে আরও দুটি নতুন দল যুক্ত হতে যাচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএল

প্রকাশিত : ১২:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে যাবে তা আগেই জানা গিয়েছিলো। তবে কবে পিএসএল শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার সেই ধোঁয়াশাও পরিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের ১১তম আসর। নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশোতে বক্তব্য দিতে গিয়ে, পিএসএলের দিনক্ষণের কথা জানিয়েছেন তিনি। পিএসএলের পর্দা নামবে আগামী ৩ মে।

নাকভি বলেন, ‘খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করলে তাদের মনোবল বাড়ে। ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পিসিবি ও পিএসএল আয়োজকেরা একসঙ্গে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভা বিপুল। পিএসএলে বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে লাভবানও হচ্ছেন।’

এই সময় নাকভির সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘পিএসএলের সাফল্য একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে উঠে আসার সুযোগ করে দেয়।’

২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করা পিএসএল। ২০১৮ সালে একটি দল বাড়িয়ে ছয় দলে উন্নীত হয় টুর্নামেন্টটি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম আসর থেকে আরও দুটি নতুন দল যুক্ত হতে যাচ্ছে।

ডিএস./