০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

কলাপাড়ায় ৪,০০০ লিটার ডিজেলসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করলো কোস্টগার্ড

কলাপাড়ায় ৪,০০০ লিটার ডিজেল সহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে আন্ধারমানিক কোস্টগার্ড। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২০ টি ব্যারেল ও একটি ট্রলার আটক করা হয়। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। শুক্রবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া(২৮) ও মেহেদী হাসান (২১)। তাদের বাড়ি কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে।

আন্ধারমানিক কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বলেন, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিলো চোরকারবারী চক্র। তাদের বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

কলাপাড়ায় ৪,০০০ লিটার ডিজেলসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করলো কোস্টগার্ড

প্রকাশিত : ০৩:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

কলাপাড়ায় ৪,০০০ লিটার ডিজেল সহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে আন্ধারমানিক কোস্টগার্ড। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২০ টি ব্যারেল ও একটি ট্রলার আটক করা হয়। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। শুক্রবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া(২৮) ও মেহেদী হাসান (২১)। তাদের বাড়ি কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে।

আন্ধারমানিক কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বলেন, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিলো চোরকারবারী চক্র। তাদের বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব