বর্তমান সময়ে আমাদের সমাজে জিন সাধনা, ব্ল্যাক ম্যাজিক বা কালু যাদুর (কুফরী/বান) চর্চা ও ভন্ড তান্ত্রিক এর উৎপত্তি যে হারে বেড়েই চলেছে, তা আমাদের দৈনন্দিন সাংসারিক ও কর্মজীবনের চরম ব্যাঘাত ঘটাচ্ছে। কারণ এই ভন্ড তান্ত্রিকদের দ্বারা এমন কোনো নিকৃষ্ট কাজ নেই, যা তাদের দ্বারা সংগঠিত হয়না।
টাকার বিনিময়ে এই ভন্ডরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অগনিত নারী পুরুষের সংসারে বিচ্ছেদ ঘটাচ্ছে, সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে রাখছে। কতশত সচ্ছল পরিবারকে দরিদ্রতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাচ্ছে, এমনি এক ভুয়া কবিরাজ মঈনুল ইসলাম ।
এই প্রতারক ডাক্তারী পেশাকেও হার মানিয়ে দিচ্ছে ঝাড়-ফুঁক ও তাবিজ কবজ জ্বীন ছাড়ানোর সহ বিভিন্ন রোগের সমস্যা সমাধান ১০০% গ্যারান্টি সহ সর্ব রোগের চিকিৎসা দেই,এইধরনের লোভনীয় অনলাইনে বিজ্ঞাপন ও প্রচারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে.কিন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না।
এই ভূয়া কবিরাজ নামধারী মঈনুল ইসলাম বিরুদ্ধে বেরিয়ে এসছে এক চাঞ্চল্যকর তথ্য , তার বিরুদ্ধে একাধিক তথ্য জানা যায় , তার রয়েছে সারা বাংলাদেশে কমিশন বিনিময়ে সোর্স বাহিনী, এবং ফেসবুক ইউটিউবে প্রচারের মাধ্যমে এবং সোর্সের মাধ্যমে সে রোগী সংগ্রহ করে, সে সোর্সের মাধ্যমে স্বামী স্ত্রী অমিল ঝগড়াঝাটি তথ্য সংগ্রহ করে তাদের মাধ্যমে একটা নাম্বার দেন, অথবা অনেকেই ইউটিউবে তার নাম্বার সংগ্রহ করে ঐ নাম্বারে যোগাযোগ করলে সে বলেন আপনার সমস্যা সমাধান হবে, আমি ১০০% গ্যারান্টি দিয়ে কাজ করি, বিফলে গেলে টাকা ফেরত দিয়ে দেব।, এইরকম মুখরোচক কথাবার্তা বলে সে পতাকা করছে, মূলত সে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করেন,এই প্রতারকের মোবাইল নাম্বার ০১৭৭৬০০৪৫৫৪, এই ব্যাপারে প্রশাসন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা প্রয়োজন বলে ভুক্তভোগীরা মনে করছেন।
ডিএস,.