ফরিদপুর সদর উপজেলায় গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুইটি পরিবহন বাস অনিয়ন্ত্রিত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে ১০ জন গুরুতর আহত হয়েছে, আহতরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার ২৩ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় রাস্তার পাশেই চেইন কভার দিয়ে বৈদ্যুতিক খুঁটি উঠানোর কাজ চলছিল। এমন সময় ঢাকা থেকে যশোর মুখি তালুকদার পরিবহন বেপরোয়া গতিতে আসলে বৈদ্যুতিক খুঁটি বাসের ভিতরে ঢুকে যায়। অপরদিকে মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহন সাইড নিতে গিয়ে রাস্তার ঢালুতে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে বেশ কয়েকজন আহত হয়, করিমপুর হাইওয়ে থানার ওসি শংকর কুমার জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর জানা যায়নি।করিমপুর হাইওয়ে থানা কর্তৃক বাস দুইটি জব্দ করা হয়েছে বলে জানা যায়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















