মানিকগঞ্জের হরিরামপুরে গলায় ফাঁসি দিয়ে মিজানুর রহমান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মো. হেল্লাল মল্লিকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় নিজের থাকার ঘরের আরার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিজানুর রহমান। পরে সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবংন তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে প্রাথমিকভাবে নিহতের আত্মহত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।”
বিজনেস বাংলাদেশ/ হাবিব