মৌলভীবাজারের রাজনগরে জোড়া খুনের ঘটনার প্রধান আসামি উজ্জল দাসসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনার দুই দিন পর আত্মগোপনে থাকা মামলার প্রধান অসামী উজ্জল দাসকে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ছাতকের জয়নগর (শারফিন) এলাকা থেকে আটক করে রাজনগর থানা পুলিশ ।
রাজনগর থানা পুলিশসূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার তুলাপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হোন। ঘটনার পর থেকে মামলা প্রধান আসামী উজ্জল দাস আত্মগোপনে থেকে পাশ্বাবর্তী দেশ ভারতে পালিয়ে চেষ্টা করছিলো। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে মামলার প্রধান আসামী উজ্জল দাস ও চার নম্বর আসামী রজত দাসকে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ছাতক থেকে আটক করা হয়। এর আগে আরও তিনজনকে আটক করা হয়েছে। আসামীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে জোড়া খুনের ঘটনার ঘটেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সজল দাস ও রজত দাস ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো । গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২৩ সেপ্টেম্বর দুপুরে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হেলাল মিয়া ও কাজল মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলো। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর নিহতের বোন বাদী হয়ে উজ্জল দাস ও তার ৬ ভাইসহ ১৭ জনকে আসামি করে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে মামলার ৫ আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলো উপজেলার সুনামপুর গ্রামের রনলাল দাসের ছেলে উজ্জল দাস (২৮), রজত দাস (৪০), সজল দাস (৫০) রাজেন্দ্র কুমার দাস রাজু (৪২) ও ভেড়িগ্রাঁও গ্রামের মৃত সফর আলীর ছেলে খছরু মিয়া (৪৫)।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















