আনোয়ারায় দীর্ঘ একযুগ পর ছাত্রলীগের কমিটি দেওয়ার লক্ষ্য গত সোমবার (১৯ সেপ্টেম্বর) সিভি আহ্বান করেন দক্ষিণ জেলা ছাত্রলীগ। এরপর গত রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয় আনোয়ারা উপজেলা,আনোয়ারা সরকারি কলেজ, বটতলী মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজের সভাপতি, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার তোড়ঝাপ।
এসময় উপজেলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ছাত্রলীগকর্মী মোঃ মোরশেদুল আলম । রবিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তার সমর্থকদের সাথে শোডাউন নিয়ে আনন্দ মুখর পরিবেশে তার জীবন বৃত্তান্ত জমে দেন তিনি।
মেধাবী এই ছাত্র নেতা গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স সমাপ্ত করেছে। তার বাড়ি উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মাহাতে গ্রামে।
এবিষয়ে মোরশেদ আলম বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলের জন্য কাজ করে যাচ্ছি। জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্রের নাশকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি শিক্ষা জীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সদস্য। বক্তব্যে তিনি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব





















