০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শরিফুলের ৪ দিনের রিমান্ড

কার্ড জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলায় মূলহোতা শরিফুল ইসলামকে (৩৩) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সম্প্রতি দেশের বেসরকারি ৫টি ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনায় ওই চক্রের মূলহোতা শরিফুল ইসলামকে বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মিরপুর থানার দায়ের করা মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সাইবার পুলিশের উপপরিদর্শক এএইম এম ফজলে রাবী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মার্চে পাঁচটি ব্যাংকের (ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ইউসিবিএল, ব্যাংক এশিয়া) ৪৯ গ্রাহকের কার্ড জালিয়াতি করে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় এ চক্র। এ ঘটনার মূলহোতা আসামি শরিফুলের বিরুদ্ধে মতিঝিল ও বনানী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডির ক্রাইম ইউনিট।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

শরিফুলের ৪ দিনের রিমান্ড

প্রকাশিত : ০৯:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

কার্ড জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলায় মূলহোতা শরিফুল ইসলামকে (৩৩) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সম্প্রতি দেশের বেসরকারি ৫টি ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনায় ওই চক্রের মূলহোতা শরিফুল ইসলামকে বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মিরপুর থানার দায়ের করা মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সাইবার পুলিশের উপপরিদর্শক এএইম এম ফজলে রাবী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মার্চে পাঁচটি ব্যাংকের (ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ইউসিবিএল, ব্যাংক এশিয়া) ৪৯ গ্রাহকের কার্ড জালিয়াতি করে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় এ চক্র। এ ঘটনার মূলহোতা আসামি শরিফুলের বিরুদ্ধে মতিঝিল ও বনানী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডির ক্রাইম ইউনিট।