০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

কক্সবাজারে শংকামুক্ত নয় ১৮ মন্ডপ : বর্ণিল শারদ সন্ধ্যার আয়োজন

  • শিপন পাল:
  • প্রকাশিত : ০৩:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • 106

কক্সবাজারে হচ্ছে ১৪৮টি প্রতিমা পূজা। এরমধ্যে ১৮টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এদিকে ঝুঁকিপূর্ণ ১৮টি পূজা মন্ডপের বিষয়টি জেলা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দরা। তারা বলেন, আমরা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছি। একটি গোষ্টি শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে অপচেষ্টায় রয়েছে। জেলা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ বলেন, সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতি মন্ডপে ২০ জন করে নিরাপত্তা কর্মী থাকবে। আমরা সকল প্রস্তুতি নিয়েছি। এবারের পূজায় ডিজে গান যেগুলো অপসংস্কৃতি সেগুলো বন্ধ করার জন্য উপজেলা পর্যায়ে বলে দেওয়া হয়েছে।

এদিকে দূর্গাপূজাকে কেন্দ্র করে বর্ণিল এক শারদ সন্ধ্যার আয়োজন করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের হলরুমে বর্ণিল এই ‘শারদ সন্ধ্যা’য় উপস্থিত ছিলেন জেলার সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি শারদ সন্ধ্যার উদ্যোক্তা মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ব্রিটিশরা এদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করে। পরে বঙ্গবন্ধু অসম্প্রদায়িক বাংলাদেশের ভীত রচনা করেন। বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব মাঝে সম্প্রীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। দুর্গাপূজা যদিও হিন্দু সমাজের ধর্মীয় উৎসব কিন্তু এটি ধীরে ধীরে পরিণত হয়েছে ধর্ম—বর্ণ নির্বিশেষে সকল বাঙালির উৎসবে। এর ধর্মীয় তাৎপর্যও সর্বজনীন। তাই অতীতের ন্যায় জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমি সনাতনী ধর্মাবলম্বী মানুষের পাশে থাকবো।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কক্সবাজারে শংকামুক্ত নয় ১৮ মন্ডপ : বর্ণিল শারদ সন্ধ্যার আয়োজন

প্রকাশিত : ০৩:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারে হচ্ছে ১৪৮টি প্রতিমা পূজা। এরমধ্যে ১৮টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এদিকে ঝুঁকিপূর্ণ ১৮টি পূজা মন্ডপের বিষয়টি জেলা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দরা। তারা বলেন, আমরা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছি। একটি গোষ্টি শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে অপচেষ্টায় রয়েছে। জেলা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ বলেন, সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতি মন্ডপে ২০ জন করে নিরাপত্তা কর্মী থাকবে। আমরা সকল প্রস্তুতি নিয়েছি। এবারের পূজায় ডিজে গান যেগুলো অপসংস্কৃতি সেগুলো বন্ধ করার জন্য উপজেলা পর্যায়ে বলে দেওয়া হয়েছে।

এদিকে দূর্গাপূজাকে কেন্দ্র করে বর্ণিল এক শারদ সন্ধ্যার আয়োজন করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের হলরুমে বর্ণিল এই ‘শারদ সন্ধ্যা’য় উপস্থিত ছিলেন জেলার সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি শারদ সন্ধ্যার উদ্যোক্তা মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ব্রিটিশরা এদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করে। পরে বঙ্গবন্ধু অসম্প্রদায়িক বাংলাদেশের ভীত রচনা করেন। বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব মাঝে সম্প্রীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। দুর্গাপূজা যদিও হিন্দু সমাজের ধর্মীয় উৎসব কিন্তু এটি ধীরে ধীরে পরিণত হয়েছে ধর্ম—বর্ণ নির্বিশেষে সকল বাঙালির উৎসবে। এর ধর্মীয় তাৎপর্যও সর্বজনীন। তাই অতীতের ন্যায় জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমি সনাতনী ধর্মাবলম্বী মানুষের পাশে থাকবো।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব