শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬২ প্রতিষ্ঠানের লভ্যাংশ এবং প্রান্তিক সংক্রান্ত সভা আজ (২৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সব কোম্পানির মধ্যে ৭ কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এবং ৫৫ কোম্পানির প্রান্তিক সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।
লভ্যাংশ সংক্রান্ত : ইসলামী ইন্স্যুরেন্সের বিকেল ৩টায়, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বিকেল ৩টায়, এবি ব্যাংকের বিকেল ৩টায়, যমুনা ব্যাংকের বিকেল ৩টায়, ঢাকা ব্যাংকের বিকেল ৩টায়, স্যোসাল ইসলামী ব্যাংকের ২.৩৫টায় ও বাটা সু’র বোর্ড সভা বিকেল ২.৩৫টায় অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
প্রান্তিক সংক্রান্ত : বিচ হ্যাচারির বিকেল সাড়ে ৩টায়, জিপিএইচ ইস্পাতের বিকেল ৫টায়, জাহিনটেক্সের বিকেল ৪টায়, ইভিন্স টেক্সটাইলের বিকেল সাড়ে ৪টায়, আরগন ডেনিমসের বিকেল ৩টায়, এএফসি এগ্রোর বিকেল ৪টায়, একটিভ ফাইনের বিকেল ৩টায়, আমরা নেটওয়ার্কসের বিকেল ৪টায়, আমরা টেকনোলজিসের বিকেল ৩টায়, লিবরা ইনফিউশনের বিকেল ৪টায়, বিডি অটোকার্সের বিকেল ৪টায়, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের বিকেল ৩টায়, শাইন পুকুর সিরামিকের বিকেল ৫টায়, বেক্সিমকো সিনথেটিকসের বিকেল সাড়ে ৪টায়, বেক্সিমকোর বিকেল ৪টায়, বেক্সিমকো ফার্মার বিকেল সাড়ে ৩টায়, এসিআইয়ের বিকেল সাড়ে ৪টায়, এসিআই ফর্মূলেশনের বিকেল সাড়ে ৩টায়, সাইফ পাওয়ারটেকের বিকেল সাড়ে ৩টায়, আজিজ পাইপসের বিকেল ৩টায়, শাহজিবাজার পাওয়ারের বিকেল ৫টায়, লাফার্জহোলসিমের বিকেল ৩টায়, ইউনাইটেড ফাইন্যান্সের বিকেল ৩টায়, সায়হাম টেক্সটাইলের বিকেল সাড় ৪টায়, সায়হাম কটনের বিকেল সাড়ে ৩টায়, মালেক স্পিনিংয়ের বিকেল পৌনে ৩টায়, রহিম টেক্সটাইলের বিকেল পৌনে ৪টায়, ইউনিক হোটেলের বিকেল সাড়ে ৩টায়, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বিকেল ৩টায়, দুলামিয়া কটনের বিকেল সাড়ে ৩টায়, মডার্ন ডাইংয়ের বিকেল ৪টায়, আমান ফিডের বিকেল ৫টায়, নূরানী ডাইংয়ের বিকেল ৪টায়, সামিট পাওয়ারের বিকেল ৪টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বিকেল পৌনে ৩টায়, উসমানিয়া গ্লাসের বিকেল ৫টায়, ফারইস্ট নিটিংয়ের বিকেল সাড়ে ৩টায়, শাশা ডেনিমসের সন্ধ্যা ৬টায়, অ্যাডভেন্ট ফার্মার বিকেল ৪টায়, এএমসিএলের (প্রাণ) বিকেল সাড়ে ৩টায়, রংপুর ফাউন্ড্রির বিকেল ৪টায়, আফতাব অটোর বিকেল পৌনে ৩টায়,মিরাকল ইন্ডাস্ট্রিজের বিকেল ৩টায়,সামিট এলায়েন্স পোর্টের বিকেল ২.৪০টায়, খান ব্রাদার্সের বিকেল ৩টায়, ফু-ওয়াং সিরামিকের বিকেল সাড়ে ৩টায়, লিনডে বিডির বিকেল সাড়ে ৩টায়, ব্র্যাক ব্যাংকের বিকেল ৩টায়, বিডি ল্যাম্পসের বিকেল ৩টায়, বিডি ফাইন্যান্সের বিকেল সাড়ে ৫টায়, এশিয়ার প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বিকেল সাড়ে ৪টায়, ওয়াইম্যাক্সের বিকেল ৩টায়, এমজেএলবিডির সন্ধ্যা সাড়ে ৬টায়, সিভিও পেট্রোকেমিক্যালের বিকেল সাড়ে ৩টায় ও কেঅ্যান্ডকিউয়ের বোর্ড সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির সভায় ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রান্তিক সংক্রান্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

























