ক্রমেই বরিশালে বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ছয়জন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন রোগী। আর গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এডিস মশার বিস্তার থাকে অনেক বেশি। ওই সময়টাকে ডেঙ্গুর মৌসুমও বলা হয়।
এ সময়ের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা ও বৃষ্টির ওপর নির্ভর করে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কিন্তু অক্টোবরে এসে বরিশালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা বেশির ভাগ ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন। পরে তারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা খুবই কম। সূত্রমতে, গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেবাচিম চিকিৎসা নিয়েছেন ৫৮২ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি এখনো জটিল আকার ধারণ করেনি, তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব