ইউক্রেনে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দেশটি গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৪০ শহর এবং নগরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানান। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৪০ এর বেশি স্থাপনায় আঘাত হেনেছে রুশ বাহিনী। এর জবাবে রাশিয়ার ২৫ লক্ষ্যবস্তুতে ৩২ টি হামলা চালিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলাইভ ভয়াবহ বোমাবর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। আঞ্চলিক গভর্নর ভিতালি কিম সামাজিক মাধ্যমে লিখেছেন, বেশ কিছু বেসামরিক স্থাপনায় রুশ হামলা আঘাত হেনেছে। তিনি আরও জানান, হামলায় পাঁচতলা ভবনের ওপরের দুই ফ্লোর পুরোপুরি ধ্বংস হয়েছে।
এর আগে গত সোমবার ইউক্রনজুড়ে ৮৪ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিশোধের জবাবে রাশিয়া ইউক্রেনে এই হামলা চালায় বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলো ব্রাসেলসের বৈঠক করেছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে, ইউক্রেনে তারা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে। ন্যাটোর মিত্রদেশগুলোর এই অঙ্গীকারে ক্ষেপেছে মস্কো। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সংঘাতে সরাসরি পক্ষ হয়ে উঠেছে পশ্চিম। এছাড়া দেশটি সতর্ক করেছে, ন্যাটোতে ইউক্রেনের যোগদানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
























