চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঠাকুঁর দিঘীর এস আই পার্কের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এস্তাফিজুর রহমানের (৫৫)। দুর্ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর সকাল ৭ টা ৪০ মিনিটে। জানা যায়, নিহত এস্তাফিজুর রহমানের বাড়ি ঘোনাপাড়া, উত্তর পদুয়া, লোহাগাড়া, , পিতা মৃত আবুল কাশেম, সাতকানিয়ার উপজেলার ছদাহা ইউনিয়নের এসআই পার্কের সম্মূখে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর কক্সবাজারগামী ডায়মন্ড গ্রুপের সিমেন্ট ভর্তি একটি ট্রাক ভ্যান গাড়ী নিয়ে যাওয়ার সময় চালককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে সে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত এস্তাফিজুর রহমান এর ছোট ভাই মোঃ ইদ্রিস এর সাথে কথা হলে তিনি জানান, দুর্ঘটনায় তার ভাইয়ের শরীরের নিচের অংশ কিছুটা থাকলেও উপরের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কে বা কোন ট্রাকটি দুর্ঘটনার সাথে জড়িত আমরা জানিনা আমরা কারো বিরুদ্ধে কোন মামলা করিনি। লাশটি নিয়ে গিয়ে দাফন করার জন্য হাইওয়ে থানার সাথে কথা বলছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালবেলা সাতটায় নিহত এস্তাফিজুর রহমান ফল (সবজি) বিক্রি করতে শিশু তল বাজারে আসেন, ফল বিক্রি করে ভ্যান গাড়ি নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে সিমেন্ট বাহি ট্রাক তাকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে নিহত হয় তিনি। দুর্ঘটনাটি ঘটে সকাল সাতটা চল্লিশ মিনিটে পরে হাইওয়ে পুলিশ একটু দেরিতে যাওয়াই কে বা কারা পুলিশের গাড়িতে ঢিল মারে তাতে গাড়ির সামনে গ্লাসে কিছুটা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সাথে কথা হলে, দোহাজারী হাইওয়ে থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরফান বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ২০ মিনিটের মধ্যে হাইওয়ে থানার এসআই মোঃ হোসেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন জনসাধারনের ভিড়ে কে বা কারা ঢিল ছুড়ে মারলে গাড়িতে এসে পড়ে তখন গাড়ির সামনের গ্লাসের কিছুটা ক্ষতি হয়েছে,এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক নিয়ে ড্রাইভার পালিয়ে গেছে, এখনো কাউকে আটক করা হয়নি,লাশটি হাইওয়ে থানায় আনা হয়েছে তবে এখনো কারো বিরুদ্ধে মামলা হয়নি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















