০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে শুধু সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে এ ভোট গ্রহণ চলবে। এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়াও সাধারন সদস্য পদে ২নং ওয়ার্ড মধুপুরে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ১১টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০ জন ও চারটি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ টি উপজেলা পরিষদের হল রুমে ভোট কেন্দ্রের ২৪টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এক হাজার ৭২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৩১৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০৭ জন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে দুই প্লাটুন বিজিবি, এক জন জুডিসিয়াল এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে চার জন আনসার এবং সাত জন পুলিশ দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভিতরে কোন ভোটর মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

টাঙ্গাইলে জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত : ১০:০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে শুধু সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে এ ভোট গ্রহণ চলবে। এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়াও সাধারন সদস্য পদে ২নং ওয়ার্ড মধুপুরে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ১১টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০ জন ও চারটি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ টি উপজেলা পরিষদের হল রুমে ভোট কেন্দ্রের ২৪টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এক হাজার ৭২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৩১৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০৭ জন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে দুই প্লাটুন বিজিবি, এক জন জুডিসিয়াল এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে চার জন আনসার এবং সাত জন পুলিশ দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভিতরে কোন ভোটর মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

বিজনেস বাংলাদেশ/ হাবিব