ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১ নং দুল্লা ইউনিয়নের কুড়ি পরা গ্রামের কালোয়া রবী দাসের স্ত্রী জলন্তী রবি দাস (৪৫) কে মঙ্গলবার সন্ধ্যায় আপন ভাতিজা জহর রবিদাস, (৩২) ছুরিকাহত করে মুক্তাগাছা থানায় এসে নিজেই পুলিশের কাছে স্বীকার করে বলেছে আমাকে আটক করে জেল দেন।
এ ব্যাপারে সাংবাদিকেরা তার কাছে হত্যার কারণ জানতে চাইলে জহর জানায়, তার মায়ের সাথে চাচী জলন্ঝতী ঝগড়া করে মায়ের চুলে ধরে মারধর করে। এ সংবাদ পেয়ে আমি ঢাকা থেকে গার্মেন্স চাকরি থেকে বাড়ী এসে চাচী কে আঘাত করি।
পরবর্তী তে এলাকাবাসী জলন্তী রানী রবিদাস কে মুমূর্ষু অবস্থায় মুক্তাগাছা উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
পরবর্তীতে মুক্তাগাছা থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে রাতেই
এব্যপারে মুক্তাগাছা থানায় স্বামী কালোয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দেয়ের করেন। পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব