০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

নলছিটিতে স্বাস্থ্য সচেতনতা মূলক উঠান বৈঠক সভা অনুষ্ঠিত

নলছিটি মডেল সোসাইটির উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি রক্ষায় বিষ মূক্ত শাকসবজি, ফলমূল খাওয়ার পরামর্শ ও সচেতনতা মূলক উঠান বৈঠক বুধবার (১৯ অক্টোবর -২০২২) সকাল ৯ টায় নলছিটি পৌরসভার সারদল মোশারেফ হোসেন মৃধার বাড়িতে উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলছিটি ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের সাধারন সম্পাদক রাশিদা বেগম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা।

আলোচনায় অংশ নেন মধ্য গৌরীপাশা দুঃস্থ মহিলা ও শিশু কল্যান সংস্থার সভানেত্রী লাভলী বেগম সম্পাদিকা রিপা বেগম সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। মোঃ খলিলুর রহমান মৃধা সকলকে বিষ মূক্ত শাকসবজি ফলমূল খেতে বলেন। প্রতিশেধকের চেয়ে প্রতিরোধই উত্তম। ফরমালিন বিষযুক্ত অখাদ্য খেয়ে সকল কে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে।

বাড়িতে বাড়িতে কেঁচো সার ও জৈব সার উৎপাদন করে সেই সার দিয়ে আঙ্গিনায় বিষ মূক্ত শাকসবজি ফলমূল উৎপাদন করে খেতে হবে। কারো যেন এক শতাংশ পতিত জমি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশীয় হাস মুরগী ও পুকুরে মাছ চাষ করতে হবে। সামনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এজন্য সকলকে সচেতন হতে হবে। আগের দিনে সোয়াবিন তৈল ছিল না।মানুষ সরিষা উৎপাদন করে তৈল খেতো। তখন এতো রোগব্যাধি ছিল না। তাই সরিষার উৎপাদন বাড়াতে হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

নলছিটিতে স্বাস্থ্য সচেতনতা মূলক উঠান বৈঠক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

নলছিটি মডেল সোসাইটির উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি রক্ষায় বিষ মূক্ত শাকসবজি, ফলমূল খাওয়ার পরামর্শ ও সচেতনতা মূলক উঠান বৈঠক বুধবার (১৯ অক্টোবর -২০২২) সকাল ৯ টায় নলছিটি পৌরসভার সারদল মোশারেফ হোসেন মৃধার বাড়িতে উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলছিটি ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের সাধারন সম্পাদক রাশিদা বেগম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা।

আলোচনায় অংশ নেন মধ্য গৌরীপাশা দুঃস্থ মহিলা ও শিশু কল্যান সংস্থার সভানেত্রী লাভলী বেগম সম্পাদিকা রিপা বেগম সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। মোঃ খলিলুর রহমান মৃধা সকলকে বিষ মূক্ত শাকসবজি ফলমূল খেতে বলেন। প্রতিশেধকের চেয়ে প্রতিরোধই উত্তম। ফরমালিন বিষযুক্ত অখাদ্য খেয়ে সকল কে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে।

বাড়িতে বাড়িতে কেঁচো সার ও জৈব সার উৎপাদন করে সেই সার দিয়ে আঙ্গিনায় বিষ মূক্ত শাকসবজি ফলমূল উৎপাদন করে খেতে হবে। কারো যেন এক শতাংশ পতিত জমি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশীয় হাস মুরগী ও পুকুরে মাছ চাষ করতে হবে। সামনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এজন্য সকলকে সচেতন হতে হবে। আগের দিনে সোয়াবিন তৈল ছিল না।মানুষ সরিষা উৎপাদন করে তৈল খেতো। তখন এতো রোগব্যাধি ছিল না। তাই সরিষার উৎপাদন বাড়াতে হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব