০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

লালন সাঁই ছিলেন আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ জিল্লুর রহমান চৌধুরী

বুধবার রাতে ছেঁউড়িয়ার আখড়া বাড়ীতে লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩২ তম তিরোধান দিবসের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, বাউল সম্রাট ফকির লালন সাঁই ছিলেন আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ। কারো কারো মতে নিরক্ষর বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের সৃষ্টি গানে গভীর জ্ঞান আমাকে সত্যিকার অর্থে বিমোহীত করেছে। তিনি জ্ঞানভান্ডারে এক অনাবিস্কার পৃথিবী। তিনি ছিলেন বাঙালীর আধুনিক সমাজ বিন্যাসের রূপকার। তাঁকে চিনতে অনেক দেশ বহুভাবে উপস্থাপন করেছেন। যুগে যুগে মানুষের কল্যাণে জ্ঞানী-গুনি ও পথ প্রদর্শকদের জন্ম। তেমনি কুষ্টিয়ার ছেউড়িয়ার পবিত্র মাটিতে লালন সাঁইয়ের মত মহাত্মা মহাজ্ঞানীর জন্ম হয়েছে।

তিনি বলেন, লালন সাঁইয়ের আদর্শ অনুপ্রানীত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করুন। বাউল সম্রাট ফকির লালন সাঁই ছিলেন বাঙালীর আধুনিক সমাজ বিন্যাসের রূপকার। বাঙালি জাতিসত্বা চেতনা বোধের প্রতœ পুরুষ ফকির লালন সাঁই।

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, স্থানীয় সরকার কুষ্টিয়ার উপ-পরিচালক আরিফ-উজ-জামান, ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা, কুষ্টিয়া জজ আদালতের জিপি এ্যাড. আখতারুজ্জামান মাসুম প্রমুখ। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে লালন মঞ্চে বিভিন্ন শিল্পি ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে লালন সংগীতি পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন উপহমাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, বাউল শিল্পী সমীর বাউল সহ দেশের খ্যাতিনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমীর স্থানীয় শিল্পিরা।

অপর দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে চাকুরিরত অবস্থায় প্রয়াত ও আহতজনিত স্থায়ীভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আরিফ উজ জামান। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯)^ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানুসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, সবার আগে জীবন বোধের পরিবর্তন করতে হবে। অর্থ অপচয় বন্ধ করতে হবে, মিতব্যায়ী হতে হবে। তাহলে ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে কোন অভাব থাকবে না। সভায় মাথাপিছু ৮ লক্ষ টাকা করে মোট ১৩ জন কর্মচারীর পরিবারের হাতে এই চেক প্রদান করেন বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

দুই মাসে পিয়াজের দাম বেড়েছে ৮০  শতাংশ , আলু ৫৫ শতাংশ

লালন সাঁই ছিলেন আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ জিল্লুর রহমান চৌধুরী

প্রকাশিত : ০৩:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বুধবার রাতে ছেঁউড়িয়ার আখড়া বাড়ীতে লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩২ তম তিরোধান দিবসের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, বাউল সম্রাট ফকির লালন সাঁই ছিলেন আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ। কারো কারো মতে নিরক্ষর বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের সৃষ্টি গানে গভীর জ্ঞান আমাকে সত্যিকার অর্থে বিমোহীত করেছে। তিনি জ্ঞানভান্ডারে এক অনাবিস্কার পৃথিবী। তিনি ছিলেন বাঙালীর আধুনিক সমাজ বিন্যাসের রূপকার। তাঁকে চিনতে অনেক দেশ বহুভাবে উপস্থাপন করেছেন। যুগে যুগে মানুষের কল্যাণে জ্ঞানী-গুনি ও পথ প্রদর্শকদের জন্ম। তেমনি কুষ্টিয়ার ছেউড়িয়ার পবিত্র মাটিতে লালন সাঁইয়ের মত মহাত্মা মহাজ্ঞানীর জন্ম হয়েছে।

তিনি বলেন, লালন সাঁইয়ের আদর্শ অনুপ্রানীত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করুন। বাউল সম্রাট ফকির লালন সাঁই ছিলেন বাঙালীর আধুনিক সমাজ বিন্যাসের রূপকার। বাঙালি জাতিসত্বা চেতনা বোধের প্রতœ পুরুষ ফকির লালন সাঁই।

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, স্থানীয় সরকার কুষ্টিয়ার উপ-পরিচালক আরিফ-উজ-জামান, ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা, কুষ্টিয়া জজ আদালতের জিপি এ্যাড. আখতারুজ্জামান মাসুম প্রমুখ। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে লালন মঞ্চে বিভিন্ন শিল্পি ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে লালন সংগীতি পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন উপহমাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, বাউল শিল্পী সমীর বাউল সহ দেশের খ্যাতিনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমীর স্থানীয় শিল্পিরা।

অপর দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে চাকুরিরত অবস্থায় প্রয়াত ও আহতজনিত স্থায়ীভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আরিফ উজ জামান। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯)^ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানুসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, সবার আগে জীবন বোধের পরিবর্তন করতে হবে। অর্থ অপচয় বন্ধ করতে হবে, মিতব্যায়ী হতে হবে। তাহলে ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে কোন অভাব থাকবে না। সভায় মাথাপিছু ৮ লক্ষ টাকা করে মোট ১৩ জন কর্মচারীর পরিবারের হাতে এই চেক প্রদান করেন বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

বিজনেস বাংলাদেশ/ হাবিব