গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে রুপান্তরের লক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ অক্টোবর ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওয়াশ ইন ইনষ্টিটিউশন প্রজেক্ট এর সহযোগিতায় এসকেএস ইন সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, ওয়াটার এইড বাংলাদেশের হেলথ এ্যাডভাইজার ডাঃ এ এস নুরুল্লাহ আওয়াল, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার সোহেল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, কালিরবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার রেজাউল হক মন্ডল প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা উপস্থাপন করেন। পরে এ বিষয়ে ব্যাপক আলোচনান্তে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে রুপান্তরের লক্ষে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব