০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রামের তারকা সমীর

সমীর কুমার ত্রিপুরা, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা টিমের তারকা। শুরু থেকে প্রতি ম্যাচেই সফলতার প্রমাণ দিয়েছে সে। গোল আছে ম্যাচে ম্যাচে। খেলা জুড়ে চলে তার দাপট। অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে সমীর ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে ক্রীড়া বিশেষজ্ঞদের।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ক্ষুদে তারকাদের আসরে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হয়েছে ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ স্কুল টিমের ক্যাপ্টেন সমীর। সমীর চা শ্রমিকের সন্তান। মা ফুলতি ত্রিপুরা রাঙাপানি চা বাগানের শ্রমিক। বাবা সম্বাচরণ ত্রিপুরা কর্মঅক্ষম। দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট।

তাদের স্কুল সিনয়র অনিল তাদের খেলা শিখিয়ে এ পর্যায়ে নিয়ে এসেছে। অনিল এখন তাদের দলের কোচ। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সমীর জানায়, তাদের স্কুলে একসময় গাছতলায় ক্লাস হতো। তাদের প্রধান শিক্ষক শীলা নন্দী যোগ দেয়ার পর স্কুলের ভবন হচ্ছে। লেখাপড়া ও খেলাধুলার মান বেড়েছে। তাদের স্কুল ফুটবলে এ পর্যায়ে আসার পেছনে একমাত্র ভুমিকা প্রধান শিক্ষকের। তিনি তাদের সন্তানের মতো স্নেহ করেন। খেলার সময় বাসায় নিয়ে ভাল ভাল খাবার খাওয়ান। তাদের সার্বিক খোঁজখবর রাখেন।

প্রধান শিক্ষক শীলা নন্দীও স্বীকার করেন গাছতলায় ক্লাস হওয়ার কথা। তিনি বলেন, স্কুলটি রেজিস্টার্ড থেকে সরকারি হওয়ার যোগ দিই আমি। তখন ক্লাস রুম না থাকায় গাছতলায় পড়াতে হয়েছে। এখন স্কুল ভবনের কাজ চলছে। তবে বাচ্চাদের এখনও মাটিতে মাদুর বিছিয়ে পাঠদান করতে হয়। তবুও আমার শিক্ষার্থীরা উপজেলার সেরাদের সাথে প্রতিযোগিতায় থাকে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউি সদস্য জসিম উদ্দিন জানান, স্কুলটি নানা সমস্যায় জর্জরিত ছিল। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সাহেব এটিকে রেজিস্টার্ড থেকে সরকারি করেছেন। এখানকার ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করেন প্রধান শিক্ষক। বাগান কর্তৃপক্ষও সহায়তা করেন।

তিনি বলেন, পৃষ্ঠপোষকতা পেলে সমীররা জাতীয় পর্যায়ের ফুটবলে ভুমিকা রাখতে পারবে। আমাদের টিমের খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতার জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রামের তারকা সমীর

প্রকাশিত : ০৩:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

সমীর কুমার ত্রিপুরা, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা টিমের তারকা। শুরু থেকে প্রতি ম্যাচেই সফলতার প্রমাণ দিয়েছে সে। গোল আছে ম্যাচে ম্যাচে। খেলা জুড়ে চলে তার দাপট। অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে সমীর ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে ক্রীড়া বিশেষজ্ঞদের।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ক্ষুদে তারকাদের আসরে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হয়েছে ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ স্কুল টিমের ক্যাপ্টেন সমীর। সমীর চা শ্রমিকের সন্তান। মা ফুলতি ত্রিপুরা রাঙাপানি চা বাগানের শ্রমিক। বাবা সম্বাচরণ ত্রিপুরা কর্মঅক্ষম। দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট।

তাদের স্কুল সিনয়র অনিল তাদের খেলা শিখিয়ে এ পর্যায়ে নিয়ে এসেছে। অনিল এখন তাদের দলের কোচ। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সমীর জানায়, তাদের স্কুলে একসময় গাছতলায় ক্লাস হতো। তাদের প্রধান শিক্ষক শীলা নন্দী যোগ দেয়ার পর স্কুলের ভবন হচ্ছে। লেখাপড়া ও খেলাধুলার মান বেড়েছে। তাদের স্কুল ফুটবলে এ পর্যায়ে আসার পেছনে একমাত্র ভুমিকা প্রধান শিক্ষকের। তিনি তাদের সন্তানের মতো স্নেহ করেন। খেলার সময় বাসায় নিয়ে ভাল ভাল খাবার খাওয়ান। তাদের সার্বিক খোঁজখবর রাখেন।

প্রধান শিক্ষক শীলা নন্দীও স্বীকার করেন গাছতলায় ক্লাস হওয়ার কথা। তিনি বলেন, স্কুলটি রেজিস্টার্ড থেকে সরকারি হওয়ার যোগ দিই আমি। তখন ক্লাস রুম না থাকায় গাছতলায় পড়াতে হয়েছে। এখন স্কুল ভবনের কাজ চলছে। তবে বাচ্চাদের এখনও মাটিতে মাদুর বিছিয়ে পাঠদান করতে হয়। তবুও আমার শিক্ষার্থীরা উপজেলার সেরাদের সাথে প্রতিযোগিতায় থাকে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউি সদস্য জসিম উদ্দিন জানান, স্কুলটি নানা সমস্যায় জর্জরিত ছিল। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সাহেব এটিকে রেজিস্টার্ড থেকে সরকারি করেছেন। এখানকার ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করেন প্রধান শিক্ষক। বাগান কর্তৃপক্ষও সহায়তা করেন।

তিনি বলেন, পৃষ্ঠপোষকতা পেলে সমীররা জাতীয় পর্যায়ের ফুটবলে ভুমিকা রাখতে পারবে। আমাদের টিমের খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতার জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

বিজনেস বাংলাদেশ/ হাবিব