ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার পদক পেলেন জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ । জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতি বছরের ন্যায় বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্ব সম্মাননা পদক প্রদান করে থাকে ।
এ বছর ময়মনসিংহ বিভাগে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ চার জেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে সম্মাননা পদক পেয়েছেন জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ । বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস ।
জুয়েল আশরাফ জামালপুর সদর উপজেলায় যোগদানের পর থেকে তিনি প্রাথমিক শিক্ষা নীতি বাস্তবায়নে বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষায় শিশুদের ঝড়ে পড়া রোধ, ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি, এবং শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গত দুই বছর করোনা কালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল । এ কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ভীতি ও বিদ্যালয়ে না আসার প্রবণতা ব্যাপক ভাবে লক্ষ্য করা গেছে ।
শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ে পাঠদানে ছাত্র শিক্ষকদের যথা সময়ে উপস্থিতি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন এই অফিসার । তাঁরই স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কারে ভূষিত হন । আগামীতে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন । জানা গেছে জুয়েল আশরাফ ইতিপূর্বে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে দীর্ঘ দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন । জুয়েল আশরাফ গত ২০২১ সালের সেপ্টেম্বরে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব