টাঙ্গাইলে পৃথক দুইটি মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকী সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এই রায় দেন। দন্ডিত দুইজনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে বিনাশ্রম করাদন্ডের আদেশও দেওয়া হয়েছে।
দন্ডিত ওই দুই ব্যক্তি হলেন ঘাটাইল উপজেলার লক্ষীন্দর পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৪) এবং টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে মো. উমর ফারুক সোহেল (৩২)।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশুলী মহসিন সিকদার জানান, দন্ডিত দেলোয়ার হোসেনকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) একটি দল ২০১৫ সালের ৩১ মে অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৪০পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। র্যাবের উপ-সহকারি পরিচালক বজলুর রশীদ বাদি হয়ে ওইদিনই দেলোয়ারের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মনসুফ আলী ২০১৫ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষনার পর দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে অপর দন্ডিত উমর ফারুককে ২০১৫ সালের ১৮ জুলাই র্যাব টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোড থেকে ৯২ বোতল ফেনসিডিল এবং নগদ ৫০ হাজার ২০ টাকাসহ গ্রেপ্তার করে। পরে র্যাবের উপ-সহকারি পরিচালক ফিরোজ আহম্মদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলা চলাকালে উমর ফারুক জামিনে মুক্তি লাভ করেন। রায় ঘোষনার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ





















