ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৮ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭ জনে।
মঙ্গলবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৩ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৭৬ জন।
চলতি বছরে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৫ হাজার ২৬১ জন।
এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে আগাম সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ























