পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। অবৈধ অভিবাসীদের বিতাড়নের লক্ষ্য সম্পর্কে এমপিদের অনিচ্ছাকৃত ভুল তথ্য দেয়ার কারণে স্থানীয় সময় রবিবার রাতে তিনি পদত্যাগ করেন।
উইন্ডরাশ স্ক্যান্যাল নামে পরিচিতি অভিবাসন বিতর্ক নিয়ে চাপের মধ্যে ছিলেন অ্যাম্বার। ধারণা করা হচ্ছে সোমবার তিনি ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অবৈধ অভিবাসন সম্পর্কে জানতেন বলে তুমুল সমালোচনার মুখে পড়েন।
ব্রিটেনের বিরোধী দলের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়ানে অ্যাবোট বলেছেন, অ্যাম্বার ঠিক কাজই করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে-কে এই ‘সংকটের মূল স্থপতি’ আখ্যা দিয়ে তাকে পার্লামেন্টে ব্যাখ্যা দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
সরকারের বিতর্কিত অভিবাসননীতির কারণে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যুক্তরাজ্যে আসা অভিবাসীদের (উইন্ডরাশ জেনারেশন) অনেকেই অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছিলেন। এ নিয়ে ঘটনার সূত্রপাত।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান রবিবার একটি চিঠি প্রকাশ করে এবং চিঠিটি অ্যাম্বার গত সপ্তাহে তেরেসা মে-কে লিখেছিলেন। চিঠিতে আগামী কয়েক বছরের মধ্যে আরো ১০ শতাংশ বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়ণের বিষয়টি জানানো হয়।
এদিকে অ্যাম্বার রবিবার সন্ধ্যার প্রধানমন্ত্রী মে-কে ফোন করে তার সিদ্ধান্তের এবং তার পদত্যাগ নিয়ে বিরোধীদের দাবির বিষয়টি জানান।
পদত্যাগপত্রে অ্যাম্বার লিখেছেন, অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করতে তার দফতরকে যে তথ্য দেয়া হয়েছিল সে বিষয়ে তিনি জানতেন না বলে এর সম্পূর্ণ দায় নিচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী মে বলেছেন, অ্যাম্বারের পদত্যাগের ঘটনায় তিনি দুঃখ পেয়েছেন। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় সোমবার সকালে নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। সূত্র: বিবিসি
























